তার সুরে আজ কাঁপন লাগে
শ্যামল সবুজ অঙ্গনে,
নিঃস্ব হওয়ার দিন এসেছে
নিবিড়তার বন্ধনে।
আশাবরী রাগে যেন উঠছে
গেয়ে দিক-বিদিক,
তানপুরাতে সুর বেঁধেছে,
গান ধরেছে সেই পথিক।
আলাপ,তানে সুরের যাদু
যেই ছড়ালো ঘাসে,
রাত্রিশেষে সে সুর ভোরের
শিশির হয়ে হাসে।
দাদরা তালে বাজলো সেতার
আকাশ পেল ভাষা,
দিগন্তে নীল ছড়িয়ে দিল
নতুন দিনের আশা।
একতারাতে বাজাচ্ছে আজ
বাউল সুরে গান,
সেই সুরেতে হিমেল বায়ুর
প্রাণ করে আনচান।
বীনাপাণির বীনার সুরে
গান ধরেছে শীত,
শীতের হাওয়ায় নাচন লাগায়
রবি ঠাকুরের গীত।
গভীর ধ্যানে মগ্ন সকাল
শুভ্র বসন পরা,
প্রভাত রবির আলো মেখে
হলো মনোহরা।
সেই পথিকের চলার পথে
শিশির ধোয়ায় পা,
শীতল বাতাস লাগায় পরশ
শিউরে ওঠে গা।
মিঠে রোদের মিষ্টি হাসি
ঠোঁটে করে খেলা,
উদাস মনে বাউল প্রাণে
এলো শীতের বেলা।
:D :D কুয়াশা :D :D