সন্ধ্যার অস্তরাগে শেষ হল
আরও একটি দিন|
রক্ত রাঙা সিঁদুর রাঙিয়ে দিল
শ্যামা ,মলিন
'রাত্রির' সিঁথি।

তারপর দীর্ঘ এক নীরবতা.....
'দিন' হারানোর অভিমান,
হৃদয়মন্থনে উথ্থিত ব্যাকুলতা,
আর আয়ুষ্মান
কোনো 'দিনের' প্রতীক্ষা|

এই অপেক্ষা অন্তহীন,
অলীক ,আকাশকুসুম
বড়ো ক্ষণজীবী দিন---
কুহেলী নিঝুম
'রাত্রি' তাই একাকিনী|

এই বিরহ তার ললাট লিখন,
তার অদৃষ্ট|
ভাগ্যবিধাতা বড়ই কৃপণ,
বড়োই রুষ্ট
তার উপর|

সে বিদায় নিলে তবেই আসে 'দিন'
তার প্রিয়তম|
মাঝের এই সন্ধিক্ষণে প্রতিদিন
অন্তরতম
প্রিয়মিলন|

এ যে কি জ্বালা----
সে জানে|
উষা আর গোধূলিবেলা
এই প্রাণে
লেগে যায় দোলা|

বাকি সময় সে একা,
বিরহ বিধুরা|
শুধু পথ চেয়ে থাকা
প্রায় অধরা
এক চিরজীবী 'দিনের'|

অনেকবার সে ভেবেছে
শেষ হবে চিরতরে
মনে মনে সে চেয়েছে
মরণের পরে
চিরজীবী হোক 'দিন'|

কিন্তু এখানেও বিধাতার মার-
নেই তার অধিকার,
নিজের জীবনের ভার
লাঘব করার
মরণের সাক্ষাতে|

এই তার নিয়তি----
ললাটের লেখা
এই তার পরিনতি,
হবে না তো দেখা
দিবসের সাথে|

`````````` ```কুয়াশা``````````````