দিবা-নিশি ভালোবাসি করিয়াছ আপন
শ্রান্ত নয়নে নয়ন রাখিয়া আঁকিয়াছ স্বপন।
তবু যদি ছাড়ি যাও,
ফেলে মোর বাহুদয়
তবু এ কাকন বাজিবে তোমারই নামে।
প্রতিটি ক্ষনের হৃদস্পন্দনে
রেখেছো মোরে সোহাগে-যতনে।
তবু যদি যাও দূর দেশ
বলে যাও এই দেখা শেষ
তবু এ কণ্ঠ ফিরে ফিরে ডাকিবে তোমারে।
মুঠো মুঠো রং আনি
রাঙিয়াছো বেরঙা জীবনখানি।
তবু যদি হয়ে যাও ফিকে রঙা
স্মৃতিময় আলপনা
তবুও ললাট কুমকুম রাঙাবো তোমারই রঙে।