খুব অন্যায় করছো তুমি
যখন তখন,
দিন-দুপুর-রাত্রি
আমায় ডাকছো,
গান শুনিয়ে মন ভোলাচ্ছ,
মন দিয়ে মনের কথা পরে নিচ্ছ,
মনে মনে ভালোবাসছো,
আদর করছো।
অথচ মুখ ফুটে কিছুই বলছোনা।
যখন হেরে যাচ্ছি,
যখন কাঁদছি-
হাত ধরছো,
পাশে থাকছো,
ভরসা দিচ্ছ
অথচ ভালোবাসি বলছোনা!
আমার কি ইচ্ছে হয় না বল?
সারাদিন তোমায় পাশাপাশি রাখতে,
নয়নে নয়নে আঁকতে,
হাত টা একবার ছুঁয়ে দেখতে,
আধিকারি আবদারে
ভালোবাসি বলে চিৎকার করতে।
কিন্তু কি নিষ্ঠুর তুমি-
শুধু কষ্ট দিচ্ছ।
নারী হৃদয়ের এই সামান্য কথা
তোমার বুঝতে বাকি নেই জানি
তবু কেন ধরা দাও না?
আমার কি ইচ্ছে হয় না!
খবু ইচ্ছে হয়-
তোমার সামনে গিয়ে দাঁড়ায়,
তোমার স্নিগ্ধ দু চোখে ডুব দিই,
তোমার অঙ্গসৌরভে শিহরিত হই।
আর তুমি ,
অভিমানি অশ্রু মুছে দিয়ে
হাত ধরে একবার,
শুধু একবার বলবে ভালোবাসি
খুব ভালোবাসি তোমায়।