ভাবিয়াছি পুরানো সুর ভুলিয়া আজ
সাধিব নব সুর।
ফিরে ফিরে তোমা ডাকিবনা আর
যাবো চলে দূর,বহু দূর।
আজি নতুন প্রভাত পুরানো সুরে
বড়ই ক্লান্ত দেখায়।
ভাবি একলা রব, একলাই রব
স্মৃতি,তোমাকে বিদায়।
যতবার ভাবি ভুলে যাবো,ভুলে যাবো
যত পুরাতন রং
ততবার শুধু মনে পড়ে যায়
জীর্ণ দীর্ণ সেই খোলা বাতায়ন।
যেখানে পূর্ণিমার জোৎস্না মাখিত
গন্ধরাজের গন্ধ সুধা।
যেথা তুমি ছিল হৃদয় রাজ
আর ছিল এক পাগলিনি রাধা।
সেই বহু বহু ক্রোশ দূরে হারায়াছে প্রেম-
অসমাপ্ত গল্প কথাই।
তবু আজ ভাবিয়াছি নতুন তারে সুর তুলিব
নান্দনিক ছান্দিকতাই।।