জীবন মানে প্রাণোচ্ছল রোমাঞ্চ
সুখ-দুঃখ,কান্না-হাসির রঙ্গমঞ্চ।
হটাৎ করে হারিয়ে গিয়ে ফিরে পাওয়া
শূন্যতেই লুকানো গভীর পূর্ণতা।
জীবন মানে দুকূল ছাপা নদী
নেই এর মাঝে থাকতো যদি।
অশ্রু-হাসির মুক্তা-হীরা
পূর্ণ কিবা এদের ছাড়া।
জীবন মানে রং মাখানো তুলি
কখনো লাল কখনো কালি।
কখনো রংপুর্ণ স্বপ্নের ক্যানভাস
হটাৎ আবার ফাঁকা চারপাশ।
জীবন মানে শাশ্বত কালের সূর্য
গ্রীষ্মের প্রখর উত্তপ্ত রৌদ্র,
শীতে আবার মিষ্টি সোনালী
কখনো বা মেঘে ঢাকা রামধনুর বর্ণালী।
জীবন মানে ধু ধু ফাঁকা মাঠ
কাঠ ফাটা মাটির ধুধুস্বাত।
কখনো বা মাঠ ভর্তি ধান
আহা!কি অপূর্ব সেই ঘ্রাণ!
জীবন মানে নীল অপরাজিতা
হারানো পুঁথির না জানা কিছু কথা,
যেন যুদ্ধে নামার চরম আজ্ঞা
শুধু হারবো না এই প্রতিজ্ঞা।