হে অন্নপূর্ণা,হে লাবণ্য,
হে শ্যামা,হে গৌরি,
হে সমস্ত নারী জাতি,
জানি তোমায় বহুবার
অসম্মানিত হতে হয়েছে।
শুনতে হয়েছে-অলক্ষী,অপয়া
শ্যামা তাই হয়েছো ঘৃণিত।
তুমি লাবণ্য,তুমি গৌরি তাই
বহুবার হয়েছো লোভাতুর দৃষ্টির শিকার।
সংসার তোমার সবকিছু শোষণ করে,
বলেছে-দুর্বল-চিত্তা।
শাশ্বত কাল তোমার
প্রেম,ভালোবাসা,স্নেহ,দায়িত্ব-কে
বিচার করে বলেছে ছলনাময়ী।
তবু তোমার আঁচলে লালিত হয়েছে স্নেহ,
তোমার কাজল আঁকা চোখে পুরুষ পেয়েছে প্রেম,
তোমার খোপার মেখলা হয়েছে ভালোবাসা,
তোমার কুন্তল হয়েছে দুর্বলের অবলম্বন।
তবুও তোমার আঁখিপাতে আজ শ্রাবন ধারা কেন!
তুমি যা কিছু দেওয়ার,
সব দান করে হয়েছো-ত্যাগী।
কেও মানুক না মানুক
এই পৃথিবী,এই প্রকৃতি
বৃষ্টি-পাহাড়-অরণ্য জানে
তুমি সেই-
তুমিই সেই নদী
যার তীরে গড়ে উঠেছে
চির সভ্যতা।