আমরা নাকি সভ্য যুগের বাসিন্দা!
তবে কেন বৃদ্ধ পিতা-মাতার এমন দশা?
কেন তাদের চোখের নিচে কালি?
কেন তাদের কাঁধে ভিক্ষার ঝুলি?
কাটে তাদের দিন বৃদ্ধাশ্রমে অসহায়
কেন আপন কেউ পাশে নাই?
আমরা নাকি সভ্য যুগের বাসিন্দা!
তবে কেন অসহায় নারী হয় ধর্ষিতা?
কেন কিছু পাষন্ডদের হাতে লুটপাট হতে হয়?
সভ্যতা কি এতই নির্দয়!
নারীর স্বভাবই নাকি ধর্ষণের কারণ।
আর পুরুষের পশুগিরির নেই কোনো বারণ।
আমরা নাকি সভ্য যুগের বাসিন্দা!
তবে কেন চারিদিকে এত অসহায়তা?
কেও মার্বেল বসা বাড়িতে খাই মাংস-পোলাও
আবার কেউ গড়াগড়ি খাই স্টেশনের ধূলায়।
কত বাচ্চা-বৃদ্ধা কাঁপে প্রচন্ড শীতে
আবার কারো বসবাস বারোমাস এসি-তে।
আমরা নাকি সভ্য যুগের বাসিন্দা!
তবে কেন নষ্ট হয় কত শৈশবের শৈশবতা?
কেন শিশুর আজও দিন কাটে কর্মের অত্যাচারে?
প্রশাসন-আইনের নিভৃতসারে।
কেন এখনো শিশু শ্রমিক পথে-ঘাটে?
কেন যায়নি তারা আজও স্কুলের দ্বারে?
আমরা নাকি সভ্য যুগের বাসিন্দা!
আমরা নাকি স্বতন্ত্র,আছে স্বাধীনতা!
আমরা নাকি বেশির ভাগ শিক্ষিত!
তবে কোথায় মনুষত্ব?
কোথায় আন্তরিকতা?
কোথায় সহমর্মিতা?