রাতের কালো ক্রমে গড়িয়ে পড়ে
পথের হদিস থাকে মাটিতেই মিশে
তুমি এলোমেলো স্বেচ্ছাচারী হাওয়া
নিষিদ্ধ গাড়ির হর্ণের মত খুব সহজে সীমানা ছাড়াও
মুসাফির তারাখসা, প্রতিবন্ধী জোনাকী আর আমি
গন্তব্য তুমি স্বাধীনতা, আলাদিনের আশ্চর্য্য প্রদীপ
অভ্যস্ত শিকল আমায় পায়
বনমালী তুমি আর জনমে হইও মীরা