কেনো চেয়ে থাকো মুখ পানে
নিঃশব্দ সকরুণ নয়নে
আমাদের যা যা ছিল
জমা তো রেখেছি ওই প্রাচীন বটের কোটরে
আরো যদি বাকি থেকে থাকে
জমানো কষ্টের খাতে
যদি পারো উপহার দিও নিঃশব্দ নিঃশর্ত ক্ষমা
আমাদের কান্না যত জমানো সুখের মত
মাঝে মাঝে দিয়ে যাবে নাড়া
মনের গভীর গোপনে
তোমাতে করিব বাস