এক কপাল কাঁচ পোকা টিপ , সম্মোহনের ম্যাজিক দেখাচ্ছে
অন্ধকার কে উপহার তৃতীয় নয়ন
কালো মেঘের ভ্রূকুটি সাথে এলো চুলের ইকুয়েশন
সমস্ত ক্যামিক্যাল ল্যাব হয়ে যায় এলোমেলো
মুখে এক অসামান্য কাঠিন্য
আলোকবর্ষ দূরত্বে রেখে আস বার বার
থাক ! শুধু বাঁশির সুর বেয়ে আলো পড়ুক তোমার মুখে
ময়দানে র সব ঘাসের ক্লোরোফিল উঠে আসুক তোমার গায়ে
তুমি স্বয়ং সম্পূর্ণ