কাগজ দিয়ে নৌকা বানাই, এক্কাদোক্কা পা

একটা দুটো চড়ুই ছানা ডিমে তে দেয় তা-

মেঘের হদিস আকাশ জানে তুমুল কালো গা

মেঘ ভেসেছে উজান স্রোতে, চুল্লিতে মার পা

শহর জুড়ে গরম বাতাস, পুড়ল কি মার গা-


সমাপ্তি বায় শুরুর খবর, নিভন্ত চুল্লি

একটা দুটো গাছের কবর, কোদালে শান দি

কাগজ দিয়ে নৌকা বানাই, এক্কাদোক্কা পা

একটা দুটো চড়ুই ছানা ডিমে তে দেয় তা -