মাঝে মাঝে শূন্যতা চলে আসে
দাঁড় করিয়ে দেয় সেই তেঁতুল তলায়
যেখানে গলায় ফাঁস দিয়েছিল মাতু গোয়ালিনী
আর তার পাশের জোড়া নারকেল গাছ
যেখানে শঙ্খ লেগেছিল কাল নাগিনী র
আর তার পরে ভাদ্র মাসে আচমকা বাজে
ঝলসে গিয়েছিল যারা আশ পাশে কচি ঘাস সমেত
তারপর রডোড্রেন্ডনের বনে ফেনিল তুষার পাতে জমে যাই আমি
বরফ গলনের লীনতাপটুকুর আশায়
শুয়ে থাকি সারা শীত জুড়ে শীত ঘুম নিয়ে
শরীরের সব সাড়া কেড়ে নিয়ে যায় পূর্ণ কলস
শূন্যতে জমা হয় বাইনারি সংকেত