একটা অকাল বসন্ত শীত কালে নেমে এল হঠাৎ , সাথে কোকিলের ডাক
যে সব ট্রেনের কামরায় কম্বল গুছিয়ে রাখা ছিল ,প্রয়োজন ফুরিয়েছে
আবহাওয়ার সাথে বদলায় আমাদের সাজ
কে যেন বলেছিল কার সাথে কাজ করতে চাও সেটা সবথেকে জরুরি
অনেকটা ভগবানকে ছোঁয়া গেলে যেমন বিশ্বাস করা সহজ হয়
তাই নিজের সুবিধা মত ভগবান বানিয়ে নেয় সব্বাই
আসলে সবটা শুধু ছুঁতে চাওয়ার প্রয়াস
তাই আমাদের সব কাম এসে জড়ো হয় ত্বকে
প্রতি মুহূর্তে বদলে যাওয়া আমিটা খোলস ছাড়তে ছাড়তে
একদিন হয়ে যাবে সত্যজিতের খগমের বালকিশন
"সাপের ভাষা সাপের শিস, ফিস্ ফিস্ ফিস্ ফিস্!
বালকিষণের বিষম বিষ, ফিস্ ফিস্ ফিস্ ফিস্!"