ভোরের সূর্য হাতে এসেছে পথিক
হলুদ রঙের বালি মরুভূমি পথে
ফুলহীন ক্য়াকটাস এনেছে উপহার
রাতের আঁধার থেকে করেছে চুরি
চোখের কাজল
প্রবল তৃষ্ণার্ত বুকের নিবিড়
সকালের আধো ঘুম শিউলি বেলায়
পূষার উষম তাপ
আমাকে পোড়ায়
জনহীন মরুভূমি সুখী জানলা
রিক্ত শূন্য হাতে
বকুল বিলায়