মাঝে মধ্যে ইচ্ছে করে তোমায় আমার খবর জানাই
রথে র মেলায় তোমার দেওয়া সবুজ চুড়ি
ম্যাচিং জামায় কেমন মানায়
ভোরের বেলায় সূর্য তাকায় নির্নিমেষে
তোমার মতো
ভালো থেকো , ঠোঁটের কোণে হাসি রেখো
এই কথাটা বলেছিলে
কানে বাজে , কানে বাজে
আসলে আমি তোমার কথা ভুলেই থাকি, ভুলেই থাকি
আসলে তো যা ছিল সে আমার স্মৃতি
মনের কোণে রাখি যদি স্ব যতনে
কার কি তাতে? কার কি তাতে?