আজকে বোধ হয় শীত নামবে কলকাতায়
কয়েক ফোঁটা শিশির কণা জানলা তে
জানলা দিয়ে বাড়িয়ে দিলে আমার হাত
বাতাস এসে আলতো ছোয়ার মন্ত্রণায়
বলবে চলো ঘুরেই আসি রেস্তোরায়
সত্যি বলছি তোমার জ্যাকেট আমার গায়
দিব্বি ফিটিংস , বেশ সুন্দর মানিয়ে যায়
আজকে যদি তুমুল ঝড় বা বৃষ্টি হয়
ধুলোর ঝড়ে হারিয়ে ফেলি রাস্তা ঘাট
হারিয়ে ফেলা বর্ষাতিরা জ্যান্ত হয়ে
হয়ে যাবে তোমার পাড়ার ট্রাফিক গার্ড
আজকে যদি কাঠফাটা রোদ বুক ফাটায়
চাতক আমি জলের জন্যে খুব চেঁচাই
আসবে তুমি আমার কাছে স্রোত হয়ে?
আজকে বোধ হয় শীত নামবে খুব কষে
আজকে বোধ হয় শীত নামবে কলকাতায়