জানলা র কাঁচ ঝাপসা এখন

মন খারাপের বৃষ্টি

দু চার ফোঁটা চোখের কোণে

একি অনাসৃষ্টি


চুপ কথারা মনের কোণে

রূপকথারা ঘুমে

বাইরে এখন ঝমঝমিয়ে

বৃষ্টি আসুক নেমে