তোর সাথে তো বুড়ো আঙ্গুল ছুঁই
তুই তো জানিস কোন কোন মোড় এলে, আমি গিয়ে তোর হাতটা ধরব ই
আমার মুডের খবর আমি মাঝে মধ্যে নিজেই তোর কাছে নি
আমি যখন স্বাধীনতার অপব্যবহার
সে সব দিনে শান্ত হাতে দিব্যি সাম্লাস
আরো একটা বছর এলো চলে, আবার সেই ভীষণ খুশির দিন
যেদিন তোকে কাকিমা, পায়েস টা ঠিক খাওয়াবে ই
আর সাত সকালে কাকু বাজার যাবে জলদি করে আনবে বেছে তোর পছন্দ ই
আমি তো জানি ঠিক আমার ও আছে অধিকার, ওই পায়েসে ভাগ টি বসাবার
জন্ম দিনে বল তোকে আর কি দি উপহার
ইচ্ছে গুলো ফুল হোক সব তোর বারন্দার