শিরীষের সাথে সন্ধ্যা মালতির হলুদ রঙের প্রেম
হলুদ রঙের প্রেমে কোনো জটিলতা থাকে না, শুধু হাওয়া দিয়ে মন ছুঁয়ে যায়
মালঞ্চলতার সাথে বোগেনভেলিয়ার প্রেম টা বেগুনি ,টেষ্টি আর ক্রান্চি
গোলাপী পদ্ম আবার শ্যাওলা সবুজ জলের প্রেমে মজে
রাঙা পলাশে র সাথে গোধূলির গাঢ় প্রেম চলে
রাধার গাঢ় নীল প্রেম, মীরার গেরুয়া তে মিশে গিয়ে কৃষ্ণের ময়ূরকণ্ঠী প্রেম হয়
বিধবার সাদা থান পরে আকাশ একটা রামধনু প্রেমের অপেক্ষা করে আজীবন
এই সব হাসনুহানা প্রেম পেঁচাদের নিশাচর চোখের কাজলে
আমার নক্ষত্র খচিত নিকষ কালো প্রেমে শিউলি ফোটেনি এখনো
যদি কখনো তোমার ধূসর রঙের প্রেম কাশ বনে শিউলি কে খোঁজে
জেনো আমাদের কালো প্রেম পৃথিবীর সব কালি মুছে দিয়ে ধ্রুবতারা হবে