এই বিচ্ছিরি জামা টা কেন পরেছ?
বা রে সেদিন যে বললে এই জামা টা খুব সুন্দর
ও তো সেদিন ভালো লাগছিল তাই বলেছিলাম
আজ বদলে গেল ভালোলাগা?
কোনদিন বলবে আমাকেই আর ভালো লাগে না
হ্যাঁ তা আমি বলতেই পারি
এরকম ভাবে প্রতি নিয়ত বদ্লালে তো মুশকিল
মুশকিল কিনা জানি না তবে সত্যি
তবে আমি যাদের ছুঁতে পারি তাদের প্রতি আমি ইনসেনসিটিভ নই
আর নিজের প্রতি তো নই ই
কঠিন ধাঁধা লাগে তোমাকে
আচ্ছা তোমার জন্ম দিনে পাজেল কিনে দেব , এখন এলুম