একদিন শুধু একদিন হেঁটে যাব
সাগরের জলে ভেসে
কড়ে আঙ্গুল আর বুড়ো আঙুলের ষড়যন্ত্রী সন্ধি
শীতের হালকা চাদর
ক্যাম্প ফায়ারের উষ্ণতা
প্ল্য়াটনিক লাভে দিয়ে যাবে স্বর্গ সুখ
কোনো শব্দ লাগবে না
শুধু বাতাসের ছন্দ আর বৃষ্টি বুকে মেঘ
ধরা থাকবে
জুঁই ফুলের মালায়
তোমার আঙুলের ডগায়
ভেসে উঠবে এক শরীর কবিতা