সেই যে জন্মে আমরা গাংচিল ছিলাম
মনে আছে আলি আকাশের গায়ে-
আঁষটে গন্ধ পেতাম
আর স্বর্গের সিঁড়িতে দাঁড়াতেন শিব
ডমুরুর তালে তালে উড়ে যেতাম আফ্রিকার নীলে
আর যে জন্মে উট পাখির ঠোঁট
গতিশীল উষ্ণতা
নামবিয়ার সশস্ত্র সংগ্রাম
ডানা তে লেগেছে টান
আর এক জন্মের আহ্বান
পালকে শকুন হবার ডাক
এক আকাশ উঠোনে পড়ে আছে লাস |