বহুদূর চলে গেছ মন, ছায়াটাও নিখোঁজ তেরো দিন
মেঘের আড়াল থেকে রামধনু আলো সাদা হয়ে আসে
তোমারই সব পোট্রেটে ঠাসা গগণেন্দ্র প্রদর্শন শালা
আমার শরীর থেকে খুলে নিয়ে গেছো সমস্ত গেছো ক্লোরোফিল
ট্রাম লাইনে মোমবাতি মিছিল - বৃষ্টির জলে ধুয়ে যায় শোক
আজকাল সব মিঠে জল হয়ে গেছে নোনা - চিবুক ভাসিয়ে যায় গাঢ় জোছনা
গীটারের নাগর দোলায় চড়ি নি হাজার বার - সুখ সেতো অলীক কল্পনা