আমি ও ক্ষুন্ন হই মনে মনে
প্রশংসা সূচক শব্দের অভাব বেশি দিন হলে
ঘিরে ধরে কিছু ব্যক্তিগত অনুতাপ
সম্পূর্ণ রূপে বুঝে ওঠার চেষ্টা
খুশির ঝর্না তলায় হত্যে দিই রোজ
দু আনা দরে হাট থেকে দুঃখ জোটাই
ভাত যেদিন জোটেনি
পাশের বাড়ির ফ্য়ানের গন্ধে কতটা দুঃখ ভেসে আসে
অনুভবের স্পর্ধা হয়নি কখনো
রূপার চামচ মুখে নিয়ে জন্মেছে যারা
আমি আছি তাদের ই দলে আজ পর্যন্ত
তবু আমি কারখানা র গেটে গলা ফাটাই
ভাতের অধিকার দাবি করি জোর
আর নিরন্ন এক দল মানুষ আশা নিয়ে চেয়ে থাকে মুখ পানে
হাততালি আর প্রশংসা কুড়িয়ে ভরা পেটে
শান্তির ঘুম নেমে আসে আমার নরম বিছানা জুড়ে
স্বপ্ন দেখি জন সমুদ্রে ভেসে
সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি অনেক উপরে