আমি একজন কর্মী মানুষ ভাই
ঘণ্টা প্রতি দরে রোজ বিকাই
সকাল থেকে গভীর রাতের শ্রম
কেটে ছেটে আট ঘণ্টা ই নিয়ম
দেশ বিদেশ যখন যেমন চান
দৌড়ে বেড়াই কোনো বিরক্তি ছাড়াই
পাড়ার লোকের হিংসা ও বাড়াই
গাড়ি বাড়ি অনেক ই. এম. আই
শুধু আমার জব সিকিউরিটি নাই
রাতের পরে রাত বিনিদ্র কাটাই
আগলে রাখি তিল তিল সঞ্চয়
আমরা নাকি ডলার আনি দেশে
দেশ ও তাই ইনকাম ট্যাক্স কাটে নিঃশেষে
ছোটো ভুলে গুরু দণ্ড পাই
ভুল করা ও যে মানুষের ই অধিকার
সে কথাটা বেমালুম ভুলে যাই
কেউ কেউ দেখি খুব বুদ্ধি করে
ঘানি র গাছ ও পোঁতে
সময় সুযোগ জায়গা বুঝে
ঝাঁ চকচকে আমরা এভাবেই
রোজ যুদ্ধে জয়ী হই