চমকে দেখি সবুজ আলোয়, যেসব ঘুমেরা ছুটি নিয়েছিল জড়াজড়ি করে
সমস্ত ধমনী আর শিরার ক্রশ কানেকশনে নীল দেহ মহাদেব অমৃত সন্ধানে
ছুটে চলেছে কৃত্তিকা আর আর্দ্রার কাছে বারবার নিজেকে শুকাবে বলে
কিন্তু নক্ষত্র নিজের আলো নিয়ে বড্ড স্পর্শকাতর
সে সর্বদা তার হিলিয়ামের পুঁজি গুনে গেঁথে হিসাব রাখে
কাক ভেজা রডডেনন্ড্রন আর হাস্নুহানার কাছে তার কোনো ঋণ নেই
প্রতিটি বিবর্তিত শোকে জমা থাকে এক হাজার হিলিয়াম কণা
রচিত হয় রোজ নতুন আলো জলে ও প্রলয়ে ,মিলনে হয়তোবা বিরহে ও
কত অপরিচিত মেঘ পুড়ে গেছে পুরোনো স্মৃতির দায়ে
নীরবতার সুরক্ষা কবচ পরেছে কালপুরুষ
মিশে যাব ওই মহাকাশের বিশাল কালোতে, লাগবে না আলো
নক্ষত্র তৈরির ল্যাবরেটরির মালকিন অশ্রু কণা, একথা নক্ষত্রের ও অজানা