যেতে হবে একা,ঝড়ের পূর্বাভাসে
পাতারাও স্থির হয়ে আছে ভীষণ আগ্রহে
ধ্রুবতারা মেঘে মেঘে ঢাকা
পুরোনো ইস্কুল বাড়ি, স্টেশনের সরু গলি
বিস্মৃত নিজস্ব শোক
লোভে ভরা চোখ মাড়িয়েছি ক্ষমতার উঠোন
আজ সবই ধূলোতে উড়িয়ে দেব ঝড়ের অনুগামী
আজ শুধু মুখোমুখি আমি আর আমি
বানভাসি, উদ্ধারকামী