গন গনে লাল আঁচে র কি অপরূপ শোভা
পুড়িয়ে দিচ্ছে আমার উৎস
এর আগে প্রতিটি মৃত্যুর মুখে
মুখ লুকতাম যে কোলে, দাউ দাউ জ্বলে
শুধু আর শুধু ছাই হয়ে গেল পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে
চুল্লি র ধোঁয়ার দিকে তাকিয়ে প্রাণপণ বিশ্বাস করতে চাইছিলাম পুনর্জন্ম বাদ
কিন্তু না, আমি আর কোনোদিন শিশুর মতো সরল হতে পারবো না
আমি জেনে গেছি , মানুষ কোনোদিন ফিনিক্স হবে না