আসলে তোমরা যাই বল তাই বল আর
আমিতো জেনেছি বাঁচাটাই এক সূত্র
ছলাকলা আর শরীরের ভাঁজে মজিয়ে
বলছো তোমরা জিতছি জীবন যুদ্ধ
আসলে সত্যি যা কিছু জানো তা তোমরা
অভ্যাস বসে বহুযুঘ ধরে নারীরা
যে অস্ত্রটা বার বার করি ব্য়বহার
বিপদ দেখলে সেটাইতো হাতে উঠবে
যেতে যেতে পথে মাথা ও মনের রাস্তায়
ছাপ ফেলেছিল যেইটুকখানি শুভরা
পিচ ঢেলে সেই পায়ে চলা সব রাস্তায়
চালাচ্ছো গাড়ি দুর্বার সব গতিবেগ
দাবার ছকটা সাজাচ্ছে তো আর কেউ
আমিতো মাত্র আড়াই চালের খদ্দের