তোমার সাথে ভাসতে যাবো cirrus মেঘের দলে
ইচ্ছে ঘুড়ি উড়তে যাবে অনন্ত পশ্রয়
বন্ধু নয়, বন্ধু নয়, হৃদয়ে সেফটিপিন
তোমার সাথে দেখা হল মহামারী র দিন
আমার পাশে হাঁটতে হলে ঘাসের খবর
কামনার সঙ্গী নয় মনের আবির
বন্ধু নয়, বন্ধু নয়,মীরার মতো প্রেম
বৃষ্টি জলে আলতো ধোয়া আঁছোয়া amour