এখানে ও কিছু আলতো আলো পড়ে আছে ছড়ানো ছিটানো
সহজ কালো দীঘির জলে বিনা পারার বিশুদ্ধ প্রতিবিম্ব
আউশের গোগ্রাস সুবাস গায়ে মেখে
রোজ রাতে বসে থাকে চাঁদের মুখোমুখি তন্নিষ্ঠা
অমাবস্যা আর গ্রহণের ফাঁকি
সাধনায় ফাঁকি পড়ে বিস্তর অশরীরী শরীরের ডাক
তার থেকে চলো তুমি আমি আর আস্ত সূর্য
জলের স্বচ্ছতায় ঢেউয়ে চড়ে ভেঙ্গে চুরে আড়মোড়া
ধুয়ে মুছে ঘরদোর সব
জানাবো না আর কোনো নতুন নালিশ
সূর্যের দরবারে গুছাই সংসার