কবিতার নীচে গনগনে আঁচে

সেঁকে নিতে রেখে দিই ন্যাতানো দেশলাই কাঠি

তোমাকেও অনায়াসে ভুলে থাকি উহ্য ভালোবাসা

রাতের ফুটপাত জুড়ে চুরি হওয়া ত্রিফলার ভাঙা ডেডবডি

এর মাঝে প্রেমকথা সমীচীন নয়

রাস্তারা ফাঁকা ফাঁকা চলে, কারফিউ ভেঙ্গে আড়মোডা

শুধু দুটো চেলাকাঠ হাতে চে র চেলা রাত জেগে থাকে

এখন কিছুদিন ধ্রুবতারা ডাক দিয়েছে যুদ্ধ বিরতি

সাদা ফুল দিয়ে কবিতার সমাধি ঢাকা দিতে হবে তাকে

রুদালীর পরিবর্ত ঘুমপাড়ানিয়া ভাড়া করে আনা