যে কথা বলতে কখনো করিনি শব্দ
নিরন্তর বয়ে চলে সে তরঙ্গ
চোরা স্রোতের মত প্রকাশ্য গোপনে
আমার মনের ব্যক্তিগত আবাসিক যত
ধুলো হয়ে এসে পড়ে কবিতার গায়ে
আসলে এ সব ই ধুলো লীন পথে
হারিয়ে পাওয়ার নেমন্তন্ন