পরের জন্ম হয় নাকি গো? জানো কি তার কোনো খবর?
চলো বরং আমরা দুজন স্বপ্ন দেখি নতুন জনম
নাম ধাম সব চুলোয় যাবে সে তো জানোই, বলা বাহুল্য!
এ জন্মের হারিয়ে যাওয়া মস্ত উঠোন তুলসী তলা-
বুকের মধ্যে রেখো বরং,
চাটাই পেতে বসব দুজন সন্ধে বেলা |
আকাশ জুড়ে উঠবে তারা,
একটা দুটো তাদের মধ্যে নেমে আসবে আমার কোলে-
তুমি তখন গান ধরবে বাজিয়ে গিটার
আমি তখন চুপটি করে হাঁটুর উপর থুতনি রাখা -
তুমি হয়ো উড়নচণ্ডী উস্কোখুস্ক
এজন্মের গুছানো স্বভাব এই জন্মেই ফেলে যেও
অসছে বারে লিখো তুমি শুধুমাত্র আমার জন্য
একশ খানা গান বানিয়ো, শ্রোতা হব একলা আমি
আর যা যা সব উইশ আমার সেসব কথা উহ্যই থাক
শুধু একটা কথা বলি,
এজন্মের সমান্তরাল রেখা দুটো আর জন্মে উলম্ব হোক