মন ভালো নেই -
আমার চিঠির উত্তর লেখেনি কেউ
চিঠি খুলেই দেখেনি-
আসলে তো গোছানোর অভাবে
এলোমেলো চিঠিখানা কাগজে লিখিনি-

মন ভালো নেই
তোমাকে কত দিন দেখিনি?
স্বপ্নে এসেছিলে তুমি স্বপ্নচারি?

মন ভালো নেই
চোখে ঘুম নেই
এক হৃদয় শূণ্য়তা নিয়ে
বসে আছি ছাদের পাঁচিলে