তোমাকে দিলাম কিছু বকুলের গন্ধ
আর অমাবস্যার তারা ভরা রাত
কিছু কানাকানি দেবদারু গাছ ও করছে
সময়ের কাজিয়া তে জমে ছিল কিছু অভিমান
আলতো আদরে ভেঙ্গে চুরে তারা জুড়ছে
সারা রাত যদি আমাদের দেয় উপহার
টুপ টাপ কিছু খসে পড়ে যাওয়া তারাদের
আমি আর তুমি বুড়ো আঙুলের রাখি ছাপ
আমাদের প্রেমে এখন তো সবে সন্ধ্য়ে