মাথার উপর মেঘ ভাঙা ওই আলো
বৃষ্টি গুঁড়ো ছড়িয়ে চারিদিক
দল বেঁধে সব যাচ্ছে কার কাছে
ওই যারা  সব মেঘ বালকের দল


যাদের চোখে ঘুম আসে না মোটে
গন্ধ ভরা পোষ না মানা মন
বুক পকেটে পৃথিবী নিয়ে ঘোরে
হন্নে হয়ে মেঘ বালিকার খোঁজ


বোতাম বিহীন উল্টো জামা গায়ে
একখানা চাঁদ চোখের পাতায় টুপ
বাসের শেডে কেউ থামে না আর
মেঘলা বিহীন আকাশ নিজ্‌ঝুম


আমার শহর একলা হাঁটে আজ
মাথার উপর ইলেকট্রিকের তার
কেউ থাকে না কাজল মেঘের দলে
আমিই নাহয় হাতখানি ধরলাম


মাথার ভিতর যেদিন থেকে সে
বুকের ভিতর বৃষ্টি টলমল
সামলে নিয়ে ছাতার খবর রাখি
আমরা যারা মেঘ বালিকার দল