বৈশাখ
------------
কলকাতা কি আরো একটু শুকনো হল নিবিড় বৈশাখে?
ছায়া গুলো দীর্ঘ তম হয় দুপুর বারোটায়?
পানের কানেকানে কোল্ডড্রিংসের বিজ্ঞাপন -
গ্রীষ্মে ও বদ‌লাচ্ছে রোদ রোজ নিজের তাগিদে !
ময়দানে এখন আর খালি পায়ে হাঁটা যাবে না-
ক্রমবর্ধমান তাপমাত্রা লিনসে স্ট্রিটে র শীততাপ নিয়ন্ত্রিত জুতোর শো রুমে -
সন্ধ্যার কালবৈশাখী ভাঙাবে বলে এক জোড়া প্রেমিক প্রেমিকা,
দুপুর জুড়ে বসে ছিল নন্দন চত্তরে পয়লা বৈশাখ
পড়েছে  জন বর্জারের আর্ট অ্যান্ড রেভলিউশন

আষাঢ়
--------
যে সময় বেহালা র আকাশে চৌকিদার মেঘ হানা দেয়
পাটুলিতে সৈন্য মেঘের কুচকাওয়াজ
কলেজ স্ট্রিট জুড়ে এলোমেলো ধুলোর ঝড়
আর পৌরসভা র সব ম্যানহোল খুলে দেয় ড্রেনেজ বিভাগ
যারা পরিত্যক্ত পাইপে থাকে অথবা প্লাটফর্ম তারা যথেচ্ছ খুশি হয়
ফুটপাতে যারা ফাঁকা শোয়
আষঢ়স্য় প্রথম দিবসে কলকাতা সবার জন্য রোমান্টিক নয়

আশ্বিন
---------
একশ ধুনুরি কার্পাস তুলো ধুনে দিয়ে গেছে
মেঘেদের ও দায় আছে শীতের আগে
নতুন লেপ আকাশকে যৌতুক দিতে হবে-
শিউলি আর কাশ যদিও এখনো চাষ করা শুরু হয়নি কলকাতা তে
ফ্ল্যাট বাড়ির পুজোতে ও বোধ হয় শরৎ আসে!


ফাগুন
------------
নীল রঙের শিশিটা আজ পুরো খালি
সবটুকু নীল যে যেখানে ছিল  জমা হল আকাশের গায়ে
সূর্য ও  এখন কেমন গণতান্ত্রিক, মিলিটারি মেজাজ ছেড়ে
কলকাতার রাস্তার আশেপাশে যে সব কৃষ্ণচূড়া রাধা ছাড়া দিব্বি ঘাড় দোলায়
তারাও সব লালে লাল নির্বাচনী ইস্তাহার
সবটুকু বাতাসের গায়ে লেগেছে হিন্দোল
তার মানে এখন ফাল্গুন