সব গলি পথ ই রাজপথে মেশে ?
কখনো কোনো রাজপথ কে গলিতে এসে শেষ হতে দেখেছো?
যাদের বাড়ি রাজ পথের গায়ে
ভালোভাবে খেয়াল করে দেখো
সেখানে ও বাড়ি আর রাজ পথের মাঝে একটা গলি
শুধু তার দৈর্ঘ্য টা শূন্য
রাজপথ গলি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে
চলমান জন সমুদ্র এগিয়ে যায় উপর দিয়ে
আসলে কি যায় কোথাও?
সেই তো কোনো না কোনো গলি তেই
এসে ঢোকে সব ঠিকানা গুলো