একটা কোকিল রোজ আমাকে ডাক শুনিয়ে যায়
আমি ও তার ডাকে সাড়া দিতে কু কু কু কু ডাকি
কোনো কোনো দিন প্রত্যুত্তর পাই
কোনো দিন পাই না
বুঝি না আমার ডাক টা ঠিক হল না, নাকি ওর ই ছিল চলে যাবার তাড়া
আসলে ও মনে হয় পোষা হতে চায় না
কোকিলের আর মানুষের যুগল বন্দি কনসার্ট ও তাই হয়না কোথাও
এটা হল নেগেটিভ থট ,
Think positive baby, think positive
আগে ভাগে ভাব পাতানো র চেষ্টা না করে
ভাষা টা বুঝতে চেষ্টা করো
আগে ভাষা শিখে তারপর কথা বলো
দেখবে তোমাদের ডাকা ডাকিতে সারা পাড়া অতিষ্ঠ হয়ে উঠবে
কনসার্ট জমবে রাত দুপুর অবধি
কিন্তু খেয়াল রেখো কোকিল শুধু বসন্তেই আসে
কাক কিন্তু বারো মাস
আরো বেশি positive হলে উড়তে শিখে নাও
যেখানে বসন্ত নামবে সেখানেই জমবে আসর
আর কাক ডিমে তা দিতে থাক