ফেসবুক প্রোফাইলে উঁকি মারি রোজ রাতে
খুঁজে পেতে চাই কোনো নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা
কচি কড়াইশুঁটি ক্ষেতে র আলে হাঁড়ি বাঁধা খেজুর গাছের ঠিক মাথার উপর
বসন্ত পঞ্চমীতে ইদের চাঁদ দেখা যেত নিষ্পাপ ঠোঁটে
সম্ভোগ ছাড়া একটি উষ্ণ আন্তরিক চুম্বন

ফেসবুক প্রোফাইলে উঁকি মারি রোজ রাতে
খুঁজে পেতে চাই
ষোল বছর বয়সে ব্রহ্মপুত্রের বুক থেকে এক ডুবে তুলে আনা নুড়ি
এক আঁচল ঝিনুকের নিষিদ্ধ তার ডাক

ফেসবুক প্রোফাইলে উঁকি মারি রোজ রাতে
বছর কুড়ি আগে অঙ্ক খাতার ভাঁজে খুঁজে পাওয়া চিরকুটে

ফেসবুক প্রোফাইলে উঁকি মারি রোজ রাতে
জন অরণ্যে এক ফালি নিঃসঙ্গ তা