একখানা মেঘ টুকরো হয়ে ঝড়ের গায়ে পড়ল ঝরে

সারা আকাশ উথাল পাথাল , লাগাম ছেড়ে ছুটছে বাতাস

এতো গেল ঝড়ের খবর , এবার বরং রাজনীতি হোক

খালি পায়ে তীব্র সাহস ছিঁড়বে মুখোশ

একটা ছোট্ট ধানের গাছে এক মুঠো বারুদের চাষ হয়েছে

স্বপ্ন দেখার আরশি নগর গমের খেতে  তাঁবু ফেলছে

কথামালা র তুবড়ি তোমার যাচ্ছে না আর কারোর কানে

এবার তুমুল যুদ্ধ হবে , কাব্য এখন ধানের কানে

আর যত সব আগাম খবর লাগাম টেনে জমিয়ে রাখুন

মিটবে হিসেব , সাংবাদিক রা অঙ্ক কষুন