কার গায়ে লাগলো হঠাৎ চোখ
দাঁড়িয়ে ছিলো চড়ক তলার মোড়
হরিণ চোখে ছিলোনা কোনো তাড়া
মিস করলাম কয়েক খানা বাস
এখন রাত্রি দুপুর খানেক হবে
আকাশ জোড়া স্ফটিক কণার মাঝে
দেখি তাকিয় আছে হরিণ দুটি চোখ
যে কথাটা হয়নি শুরু আজো
যে কথাটা শেষ হবেনা আর
মনের মধ্য়ে ছোট্ট ক্য়ানভাস
সজল কালো হরিণ দুটি চোখ