মনের মধ্যে নীরবতার পলস্তারা

ভাবছো তুমি যা হবার ছিল আট্‌কাবে তা?

যাওয়ার পথে যেমন করে তাকিয়ে ছিলে

আসার সময় ব্যতিক্রমী গাড়ির চাকা?

গভীর রাতে মনের ঘরে আগল দিলে

মনের মধ্যে যেসব পাখি বাসা বাঁধে

কিচিরমিচির সে সব কথা-

খোলামকুচি ছড়িয়ে দিলে

কাক ভেজা প্রেম আসবে হাতে নৌকা হয়ে