যুদ্ধটা লেগেছে ভারি
হয়ত ভাবছো তুমি
বসে তোমার বারান্দায়
এখন বসন্ত দিন
ভালো করে খুঁজে দেখ প্লিজ
তোমার স্বরচিত ধুলোবালি নেড়ে
গ্রেনেডের তাপ এসে লাগছে কোথায়?
জানলাটা খুলে রেখো
যে প্লেনটা উদ্ধারকামী
তোমাকেই হাত নেড়ে
বলে গেল বসে থাক
এখনও তুমি আছো সেফ
তোমার সময় আসে নি এখনো
ওরাও কাটাচ্ছিল বেশ
জানলার কার্নিশে তুষারে
বাইবে বেরোলেই ফ্রিজ
রুম হিটারের ওমে দিন রাত এক করে
পড়ছিল ডাক্তারি
অথবা আরো কঠিন কোন সাবজেক্ট
সাজানো গোছানো স্বপ্নের মত এক দেশ
আজ শুধু সবই ধূ ধূ
পাশাপাশি শুয়ে আছে স্বপ্নরা
মরে গেছে ওরা, যুদ্ধতে নিয়ে গেছে প্রাণ
ইতিহাস ছিল যত, নিয়েছে সজ্জা
ধুলোর বিছানায়
ভেবে দেখো দূরত্বটা যতটা ভাবছো
ইউক্রেন থেকে ভারতের
অথবা তোমার থেকে যুদ্ধটার
আসলে তার থেকে অনেক কম
ভালো করে খুঁজে দেখ প্লিজ
তোমার স্বরচিত ধুলোবালি নেড়ে
গ্রেনেডের তাপ এসে পুড়িয়েছে কতখানি
তোমার বাড়ির কাঁচ
নেমে এসো পথে
একমগ জল তুমিও ঢেলে দাও আগুনের মুখে
যুদ্ধটা মরে যাক আজই
বড় জোর কাল