ঘুম থেকে রোজ উঠি যখন ভোরে
সূর্যটা ঠিক তোদের ঘরের চালে
কয়েক খানা ফুটো দিয়ে গলে
তোর গায়েতে ঢলাঢলি করে
.
মা তো তখন তুলসী তলা ধোয়
মনে মনে চালের হিসাব কষে
আমাকে দেয় পড়তে বসার তাড়া
সকাল বেলার শুকনো মুড়ি র মুঠ
.
খানিক পরে দুই বিনুনি তুই
রাস্তা দিয়ে আড় চোখে যাস চেয়ে
ভোর বেলাতে তুই ও কি রে মেয়ে
পেট ভরা সব দিনের স্বপ্ন দেখিস
.
আমি তো ঠিক যুদ্ধে যাব চলে
সেথায় গেলে ভাতের হদিস মেলে
দেশ সীমানা ওসব বড় জিনিস
মোটা মাথায় ঢুকবে না
দু বছর ফেল ক্লাস নাইনের ছেলে
.
হাতের টিপ টা নিখুঁত হলেই হবে
আর দেখবে বুকের ছাতি র মাপ
সেসব মিলে গেলেই
দেবে আস্ত জামা প্যান্ট
নতুন বুট জুতো
তেমন টি তুই দেখিস নি কক্ষনো
.
যুদ্ধ থেকে আর যদি না ফিরি
মোড়ে র মাথায় শহীদ বেদি হবে
বাপের বাড়ি আসিস যদি তুই
আসার পথে আড় চোখে নিস দেখে