আমার হাতের মাপ খুব বড় নয়
হৃদয়ের মাপ আরো ছোট মনে হয়
তার থেকে ষোলো আনা তোমাকে দিলে
অবশেষ যতটুকু রয়
তাই দিয়ে পাহাড়ে স্কেটিং করা যায়
এভারেস্ট এক্সপিডিশনে তাড়া করবে না মৃত্যুভয়
তুমি খুব সহজেই পেয়ে যাবে আকাশের হাত
আর যা কিছু মাটি -জলের বৃত্তান্ত
গাছের পাতার ক্লোরোফিল নির্যাস
তোমাকে দিয়ে যাক সদ্য জন্মানো কিছু টাটকা বাতাস
নতজানু হয়ো তুমি শুধু ঝরা পাতা দের দিনে
জয় করে নিয়ো পৃথিবীর ইতিহাস