আলোর ইশারায় কাছে টানে শুধু জোনাকি
কেননা জোনাকির অস্থির গতিবিধি নিয়ে নিউটন কোনো সূত্র লেখেন নি
আলেয়া যে সব জোনাকির ডানায় আগুন উস্কে দিয়েছে
মাটির অনেক গভীরে উত্তপ্ত লাভার পাশাপাশি শুয়ে যে সব কবিতা
ভালোবাসা ছুতো করা এইসব জোনাকিরা আসলে দেবদূত ?
নাকি রাতচরা পাখি শানিয়েছে নখ, উদ্বাস্তু যৌবনে তীক্ষ্ণ আঁচড়?
নীতি কথা , পূর্ণার্জন লোভ ঢেকে দিতে পারে প্রাণ?
আলোর গতিতে দূরে যেতে যেতে অতিক্রম করে যাবে অভিকর্ষ?
ভালোবেসে ছুঁয়ে দিলে এসকেপ ভেলোসিটি পাবে জোনাকির পাখা?
আলাপেই পরিচয়ে ইতি টানা ভালো, মাঝখানে অখণ্ড নীরবতা