জীবনের সুখ চিহ্ন বয়ে চলে আয়নার টিপ

আলো এসে জুড়ে বসে খোলা জানালায়

লিখে রাখে আনাচে কানাচে জমে থাকা ধুলোর মতন

সেই সব চলে যাওয়া ফেলেনি তো ছায়া, যাবার সময়

বয়স বাড়ছে যত স্মৃতির ভিতর, সেই সব গাছেদের গভীর শিকড়ে

চারিদিকে যত ক্ষত শূন্যতা, যাযাবর মরুভূমি পথে

সুগভীর নির্জনে বারে বারে নিয়ে যাই নিজেকে

মৌনতা অর্জন করি

সমস্ত গভীর ক্ষত, বেদনার  সুখ , উদাসিনতায় মুড়ে করেছি পাথেয়

তবুও অজান্তে ভীষণ উন্মুখ ছায়ার আশ্রয় বুকের গভীর

যে ভালোবাসার আড়াল প্রয়োজন হয়